শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলাধিন বজ্রযোগিনি ইউনিয়ন ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি আন্না বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, প্রধান বক্তা জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি তহুরা জামান আনিছ, বিশেষ অতিথি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজমা বেগম, সাধারন সম্পাদক মুক্তা বেগম।প্রধান অতিথির বক্তব্যে সোহান তাহমিনা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন নারী হয়ে দেশের উন্নয়নে যে অবধান রেখে যাচ্ছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে যে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন, আজ সারা বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার সফল নেতৃত্বের প্রশংসা করছেন, দেশের শতকরা ৫০% ভাগ নারী নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে তাহলেই দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য ২০৪২ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করা যাবে।তাই তৃণমূল থেকে আমাদের অবদান রাখতে হবে। আমাদের যথাসময় সকল ওয়ার্ডসমুহের কমিটি গঠন করে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে হবে।আমাদের সতর্ক থাকে হবে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামের মহিলা কর্মীরা দলবদ্ধ ভাবে বাড়ী বাড়ী গিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দিয়ে সহজ সরল মহিলাদের ভুল বুজাচ্ছে,জঙ্গি বানাতে চাচ্ছে এই বিষয় আমদের সতর্ক থাকে হবে, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।