বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৯, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের অংশগ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ
শরমিতা লায়লা প্রমিঃ আগামী ২০ ও ২১শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবারের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে অনেক নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে বলে ব্যাপক প্রচার আছে, তবে সভাপতি ও সাধারন সম্পাদক পদে পরিবর্তন না আসারই গুঞ্জন আছে। তবে সব কিছুই নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়ার বিষয় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রস্তুতি গ্রহন করছে, জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে উপজেলা আর পৌরসভা নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয় অবহিত করে। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর দিকনির্দেশনা মতে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুতফর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড আবুল কাসেম এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ সহযোগিতা করে যাচ্ছে। মৃত্যু নেতৃবৃন্দের নামের তালিকা প্রনয়ন এবং জমা দেওয়া সহ সাংগঠনিক রিপোর্ট প্রস্তুত এবং বই আঁকারে ছাপা এবং জমা দেওয়ার কাজও শেষ হয়েছে, আজকের মধ্যে কাউন্সিলর এবং ডেলিগেট কার্ড পাওয়া গেলে, বিতরন কাজ সম্পূর্ণ করা হবে। এই বৎসর জনসংখ্যা আনুপাতিক হিসাবে ৭৬টি কাউন্সিলর কার্ড আর সম সংখ্যক ডেলিগেট কার্ড কেন্দ্র থেকে নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে বলা যেতে পারে মুন্সীগঞ্জ জেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ১৫৬ জন নেতৃবৃন্দ যোগ দিবে।