বিটিভির অভিনেত্রী জিতু হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার, বেলার দ্রুত আদালতে বিচার দাবি
ভিক্ত টিম জিতু
কামরুল ইসলাম জাহাঙ্গিরঃ বিটিভির নিয়মিত তালিকাভুক্ত অভিনেত্রী স্বরনালী আক্তার জিতু ওরফে বেলা হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী স্বপনকে পুলিশ গ্রেফতার করে থানা হাজতে আটক রেখেছে, আসামিকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাওয়ার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আসামিকে ছাড়িয়ে নিতে আসামী পক্ষের লোকজন বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া মামলা তুলে নিতে জিতু ও জিতুর মাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে জিতুর মা অভিযোগ করে।
এদিকে জিতু স্বপনের আঘাতে মারাত্মক আহত হওয়ার বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে বিটিভির বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত টেলিফিল্ম “আমার বাবার নাম” ছবির শুটিং-এ অংশ নিতে না পারার কারনে বাদ পরে যায়। উক্ত টেলি ফিল্ম-এ জিতু কিশোরী চরিত্রে অভিনয় করার জন্য মনোনীত হয়েছিল। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে মামলাটি দ্রুত বিচারিক আদালতে স্থান্তরের দাবি জানান জিতু।