বিটিভির তালিকাভুক্ত নাট্য শিল্পী স্বর্ণালি আক্তার জিতুকে হত্যার প্রচেষ্টা

কামরুল ইসলাম জাহাঙ্গিরঃ গত ২৯শে জানুয়ারি মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজিপারা গ্রামে রাত আনুমানিক ০২টার সময় প্রাকৃতির ডাকে সারা দিয়ে ঘর থেকে একটু দূরে বাথরুমে যাওয়ার পথে অন্ধকার জুপের আড়ালে লুকিয়ে থাকে আনুমানিক ২/৩ জনের সন্ত্রাসী গ্রুপ বিটিভির তালিকাভুক্ত নাট্যশিল্পী অভিনেত্রী স্বর্ণালি আক্তার জিতুর উপর চাকু নিয়ে হত্যার উদ্দ্যশে আক্রমন চালায়, এই সময় একজন সন্ত্রাসী গলা চেপে ধরে চাকু দিয়ে গলা কাটতে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে শরিলের বিভিন্ন স্থান কেটে যায় স্বর্ণালি কোট পরা অবস্থায় থাকায় শরিলে,গলায় গভীর ক্ষত হয় নাই।এই সময় স্বর্ণালি চিৎকার করতে থাকলে তার মা দৌড়ে ঘর থেকে বাহিরে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং স্বর্ণালি জ্ঞান হারিয়ে ফেলে।সাথে সাথে স্বর্ণালির মা তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানের ডিউটিরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন, বাড়িতে আসার পর স্বরনালী আবার জ্ঞান হারিয়ে ফেলে সকালে তাকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, স্বর্ণালির জ্ঞান ফিরে আসলেও মুখে কথা বলতে পারে না। স্বরনালীর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। এই বিষয় মুবাইলে মুন্সীগঞ্জ থানার তদন্ত্র অফিসার হানিফ সাহেবের সাথে স্বর্ণালির মা কথা বললে হানিফ সাহেব বলেন আপনারা ভালভাবে স্বর্ণালির চিকিৎসা করে এবং খোঁজ খবর নিয়ে রবিবার থানায় আসুন, মামলা নেওয়া হবে এবং আসামীদের খোঁজখবর নিয়ে ধরার চেষ্টা চালানো হবে।