বিশ্ববীণার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও কবি জসিম উদ্দিনের জম্মদিন পালন
কামরুল ইসলাম জাহাঙ্গীরঃ ১২ই জানুয়ারি, বিশ্ব বীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পল্লী কবি জসিম উদ্দিন এর ১১৭তম জম্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে “পরিশীলিত সুস্থ্যধারার সংস্কৃতি চর্চার গুরুপ্ত” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুস্থানের প্রধান অতিথি বিচারপতি জনাব ফয়সাল মাহমুদ ফয়েজি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ মোতালেব । বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোতালেব বলেন বর্তমান সময় আমরা গুণীজনদের কদর করতে, সম্মান দিতে ভুলেই গেছি, বিশ্ববীণা তার ব্যতিক্রম ধারায় আজ গুণীদের সম্মাননা প্রদানের মাধ্যমে যে মহুতি উদ্যোগ নিয়েছেন আমি আশা করব আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে।