বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনিছ উজ্জামান আনিছ মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্বরত আছে। তাছাড়া তিনি মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। তার এই অসামান্য অবধানের ও অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মিরকামির পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, মিরকাদিম পৌর নাগরিক কমিটি, ভাস্কর সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, চেতনায় একাত্তর, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ ও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন।