শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌর আওয়ামী লিগের সাবেক সভাপতি, একাত্তরের রিকাবি বাজার সংগ্রাম পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হোসেন মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ১০ই আগস্ট, মিরকাদিম পৌরসভা, রাম গোপাল পুর নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হোসেন মেম্বারের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
হোসেন মেম্বারের বড় ছেলে মোঃ আবুল বাসার হোসেন মেম্বারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে পিতার জন্য দোয়া প্রার্থনা করেন। বীর মুক্তিযোদ্ধা হোসেন মেম্বারকে স্মরণ করে চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, হোসেন মেম্বার বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারন করতেন, তিনি ছিলের একজন পুড়া খাওয়া আওয়ামী লিগ তৃনমূল নেতা, তিনি দীর্ঘদিন রিকাবি বাজার ইউনিয়ন আওয়ামী লিগের সভাপতি পদের দায়িত্বরত ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারত চলে যান, সেখান থেকে বাংলা দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহন করেন, তিনি ছিলেন প্রায়ত আলহাজ্ব আব্দুল করিম বেপারী সাহেবের একজন বিশ্বস্থ্য সহযোগী ।
এছাড়া হোসেন মেম্বারের আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন মিরকাদিম পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, কমান্ডার আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, সহযুদ্ধা আক্তার ফারুক তোতা মিয়া, বিরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।