বেতকা,যশলং ইউনিয়নের ওয়ার্ড কমিটি থেকে সভাপতি/সাধারন সম্পাদকদের বাদ দিয়ে নতুনদের নেওয়ার অভিযোগ।সম্মেলন স্থগিত
শরমিতা লায়লা প্রমিঃ টঙ্গিবাড়ি উপজেলাধিন বিভিন্ন ইউনিয়ন অধিন ওয়ার্ডসমুহের কমিটি গঠন নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয় গঠনতন্ত্র মতে সমাধানে জেলা আওয়ামী লীগ মনিটরিং টীম গঠন করে।জেলার অধিকাংশ উপজেলার ওয়ার্ডসমুহের কমিটি গঠন বিষয় অভিযোগের ভিক্তিতে মনিটরিং টীম সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহন করেন। টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ও যসলং ইউনিয়নের ওয়ার্ডসমূহে পকেট কমিটি গঠনের মাধ্যমে পরাতন এবং পরীক্ষিত সভাপতি ও সাধারন সম্পাদকদের বাদ দিয়ে বি এন পি থেকে আগত নতুন এবং সন্ত্রাস, মাদকের সাথে জরিতদের সভাপতি/ সাধারন সম্পাদক পদে নেওয়ার অভিযোগ আসে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মনিটরিং টীম বেতকা ও যসলং ইউনিয়নের সভপতি/ সাধারন সম্পাদকদের নতুন এবং পুরাতন কমিটির কাগঞ্জ পত্র নিয়ে সমস্যার সমাধানে মনিটরিং কমিটির সাথে কথা বলার জন্য বলা হয়। কিন্তু তারা নিজেদের অভিযোগের বিষয় কথা বলতে মনিটরিং টীমের কাছে না এসে, তারা পকেট কমিটির মাধ্যমে ইউনিয়ন সম্মেলন করার পদক্ষেপ নেন, এই বিষয় মনিটরিং টীম সিদ্ধান্ত নেন ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ সমাধান না হওয়া পর্যন্ত উক্ত ইউনিয়ন দুইটির সম্মেলন স্থগিত করা হয়। এই বিষয় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক এর সাথে আলচনার মাধ্যমে সমস্যা সমাধানের পর যেন ইউনিয়ন দুইটির সম্মেলন করা হয়।এই বিষয় মনিটরিং টীমের অন্যতম সদস্য অ্যাড. আবুল কাসেম বলেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশ রত্ন শেখ হাসিনা এবং সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবের দিকনির্দেশনা মতে পুরাতন এবং পরিক্ষিত তৃণমূল নেতারা যাতে বাদ না পরে এবং নতুন আগত বি এন পি – জামাতি -স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যরা কমিটির গুরুপ্তপুন্ন পদে আসতে না পারে।সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদকের সাথে জড়িতরা জায়গা না পায় সেই বিষয় মনিটরিং করছি। কমিটি গঠনকালে অবশ্যই গঠনতন্ত্রকে মেনে কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন কাঠাদিয়া শিমলিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদকের মৃত্যুতে উক্ত ইউনিয়ন আওয়ামী লিগের দুইজন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিয়োগ বিষয় দায়ী ব্যক্তিদের বিষয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে এবং সমস্যা সমাধানে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর নিকট অনুরোধক্রমে কাগজ পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।