The news is by your side.

ভাঙিল আজ আওয়ামী লীগের মিলন মেলা- ফিরে যাচ্ছে বাড়ি

0

Get real time updates directly on you device, subscribe now.

শরমিতা লায়লা প্রমিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সারা দেশের সকল জেলা থেকে আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিকেট এবং সম্মানিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন, তাছাড়াও প্রচুর দর্শনার্থী, শুভাকাঙ্ক্ষীগন সম্মেলনের আশে পাশে উপস্থিত থাকে। এক কথায় বলা চলে সম্মেলন মঞ্চের ভিতর ছাড়াও সারা মাঠ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সরব উপস্থিতি আর কলরবে সম্মেলন আনন্দ মেলায় পরিনত হয়, চতুর্দিকের রাস্তা লোকে লোকারণ্য হয়ে উঠে। এই এক অন্য রকম অনুভেতি- আনন্দ, কোন জেলার নেতা খাবারের প্যান্ডেল থেকে খাবার নিচ্ছে, গোল হয়ে মাঠে বসে কর্মীদের নিয়ে এক সাথে খাবার খাচ্ছে, কেহ ছবি তুলছে, কেহ ডিসপ্লে ঘুরে ঘুরে দেখছে, নেতা কর্মী সমর্থকরা একাকার, আবার নামাজের সময় মাঠের নামাজের স্থানে এক সাথে নামাজ পরছে। ২০শে ডিসেম্বর ছিল সম্মেলনের প্রথম অধিবেশন, পরের দিন ২১শে ডিসেম্বর কাউন্সিল অধিবেশন, কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আগত কাউন্সিলারগন এক সাথে আনন্দ চিত্রে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারন সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে পুনঃ নির্বাচিত করেন। দুপুর তিন টার সময় কাউন্সিল অধিবেশন শেষ হলে, সকলে খাবার গ্রহন করে এক সাথে খেয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে ফিরে যান। বুক ভরে নিয়ে গেল এক ডালা সুখ স্মৃতি।

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

%d bloggers like this: