
শরমিতা লায়লা প্রমিঃ ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসা চিরন্তন আবার ভালোবাসার প্রতিদান অর্থাৎ আমি যাকে ভালোবাসবো তাকেও ভালোবাসার মূল্য দিতে হবে তবেই সত্যিকারের ভালোবাসার প্রতিফলন হবে, যেমন আমাদের প্রিয় নবী হযরত মোঃ সঃ আঃ আল্লাহ্কে ভালোবাসতেন, প্রতিদানে আল্লাহ্ নবীজিকে বন্ধুর মর্যাদা দিয়েছেন। মা – সন্তানকে ভালোবাসেন, স্বামী- স্ত্রীকে ভালোবাসেন তেমনি ভাই- বোনকে, বন্ধু- বন্ধুকে আর সেই ভালোবাসা যদি হয় হৃদয় থেকে সেখানেই ভালোবাসার সার্থকটা। ভালোবাসার কোন সীমা পরিসীমা নেই, প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু গাছকে ভালোবাসতেন তিনি আবিষ্কার করে ছিলেন গাছেও প্রান আছে, গাছ আমাদের বেঁচে থাকার উপাদন অক্সিজেন এর যোগান দেয়।
আজ ভালোবাসা দিবসে সবুজ কুঁড়ি সংগঠনের পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় ভালোবাসার নিদর্শন স্বরূপ গাছ রোপণ করে, মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে ভালোবাসার স্বাক্ষর রাখে সংগঠনের একদল উদ্যমী যুবক, এই ভালোবাসার বৃক্ষ রোপণে উপস্থিত থাকেন চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তিনি বলেন মানুষের সুস্থ্যভাবে বাচার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ, গাছ সেই পরিবেশ রক্ষা করে, মানুষ বাতাস থেকে অক্সিজেন গ্রহন করে আর নাইট্রোজেন ত্যাগ করে, গাছ বেঁচে থাকতে নাইট্রোজেন গ্রহন করে অক্সিজেন ত্যাগ করে, তাই দেখুন গাছ আমাদের বেঁচে থাকার সত্যিকারের বন্ধু, ভালোবাসা দিবসে সেই সত্যিকারের বন্ধু গাছ রোপণের মাধ্যমে বৃক্ষের প্রতি ভালোবাসার প্রতিফলন দেখালেন সবুজ কুঁড়ি সংগঠনের উদ্যমী কর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশের কেন্দ্রিয় সভাপতি মাহবুব আলম জয়, সাংগঠনিক সম্পাদক রানা মাসুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ তাইফুর রহমান শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক, মোঃরনি খান চিতা প্রমুখ।