ডেস্ক নিউজঃ ভোলার আজকের (২০-১০-১৯) ধর্মীয় ইস্যু নিয়ে কিছু কথাঃ
সাঈদীকে চাঁদে দেখা গেছে গুজব ছড়িয়ে কতজন মানুষ মারা গেছিল মনে আছে কি? প্রায় ৪৮ জন।।
মসজিদে হামলা হচ্ছে বলে গুজব ছড়িয়ে ফটিকছগিতে কতজন মানুষকে পিটিয়ে মারছিল মনে আছে কি? প্রায় ৪০ জন।
ফেইক আইডির ফেইক স্ক্রিনশট বানিয়ে নামির নগরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল মনে আছে কি ? প্রায় ১৫ কোটি টাকার।
পদ্মাসেতুতে কল্লা লাগবে গুজব ছড়িয়ে কতজন মানুষকে পিটিয়ে মারা হয়েছিল মনে আছে? প্রায় ১৪জন।
ভাইয়েরা গুজব ছড়াই একটা মহল ক্ষমতার লোভে।আর প্রাণ যায় আমরা, অাপনাদের মতন অাবেগপ্রবণ সাধারণ মানুষেরা।
ছেলেটা যার অাইডি থেকে এই ম্যাসেজ দেওয়া হয়েছে সে পুলিশের কাছে। তার আইডি যারা হ্যাক করছে তাদের ও ধরবে পুলিশ৷ কিন্তু গুজবে প্রাণ গেল ৪ জন মানুষের। এর দায় দ্বায়িত্ব কে নিবেন?
ধর্ম আপনার, আমার সবার। আমার নবী, রাসূল (সঃ) কে নিয়ে কটুক্তি করতে দেখলে আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হয় জানি কাউকে বুঝতে পারবো না।
আর এই রক্তক্ষরণের দূর্বলতা কে ব্যবহার করে কিছু মানুষ তারা রাজনৈতিক ফায়দা লুটে, নীরিহ মানুষ মারা যায়। এর দায় দ্বায়িত্ব কে নিবেন?
Get real time updates directly on you device, subscribe now.