মতবিনিময় সভায় জামাত নেতাকে অতিথি করায় মুক্তিযোদ্ধা মন্ত্রির সভা ত্যাগ- সাবাস মন্ত্রি-ভিডিও
শরমিতা লায়লা প্রমিঃ নীলফামারীতে এক মতবিনিময় সভায় জামাত নেতাকে অতিথি করায়, সভার আয়োজকদের তিরস্কার করে সভাস্থল ত্যাগ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- এখানে উল্লেখ্য যে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রী মহোদয় বলেন অতিথি তালিকায় জামাত নেতার নাম ছিল না, আমি আয়োজকদের বলেছি, আমি এমন কোন সভায় উপস্থিত থাকি না, যে সভায় যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনিদের সব্জন এবং জামাত, স্বাধীনতা বিরোধিতাকারীরা অতিথি থাকে, জামাত নেতাকে অতিথি করায় মন্ত্রী মহোদয় তীব্র প্রতিবাদ করে সভা ত্যাগ করেন। তিনি চলে যাওয়ার পর মুক্তিযদ্ধারাও সভা ত্যাগ করেন এবং মন্ত্রী মহোদয়ের এই সিদ্ধান্তে তাকে ধন্যবাদ জানান।