মহাকবি মাইকেল মধুসুদন দত্তে’র ১৯৬তম জম্ম বার্ষিকী উপলক্ষে সৈয়দ মোতালেব এর একক সঙ্গীত সন্ধ্যা

শরমিতা লায়লা প্রমিঃ স্বদেশ সাংস্কৃতিক ফাউন্দেশনের উদ্যোগে ২৮শে জানুয়ারি বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে মহাকবি মধুসুদন দত্তের ১৯৬তম জম্মবার্ষিকী পালন উপলক্ষে “বাংলা সাহিত্যে নতুনধারার প্রবর্তনে মাইকেল মধুসুদন দত্তের অবদান” বিষয়ক আলোচনা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি এম. নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রি, উদ্বোধক ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক শিকদার, বিশেষ অতিথি রোটারিয়ান কবি নাসিমা বানু, বিশিষ্ট শিক্ষাবিদসহ বিশিষ্টজন।অনুষ্ঠানে তবলাবাদক শ্রী রবি নাথ আচার্য শ্রোতাদের মন কেড়ে নেন।শিল্পী সৈয়দ মোতালেব বিভিন্ন ধরনের গান গেয়ে নিজের সুনাম অক্ষুণ্ণ রাখেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন অ্যাড. রবিউল হোসেন রবি।