শামিম আহাম্মেদঃ জামাত-বি এন পি- জঙ্গি- রাজাকার আর যুদ্ধাপরাধীদের শত মিথ্যাচার-চক্রান্ত- ষড়যন্ত্রকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ্ররত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ( ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ) বিনির্মাণে নিজের জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশকে উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী আছে ( বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বিদেশ থেকে নিয়ে আসি আর চাটার দল সব চেটে পুটে শেষ করে দেয়, আমার নিরিহ মানুষ পায় না) যাদের বঙ্গবন্ধু কন্যা কর্মী থেকে নেতা বানিয়েছে, যাদের নেতা থেকে এম পি বানিয়েছেন, এম পি থেকে মন্ত্রি বানিয়েছেন, তাদের মধ্যে কিছু অতি লোভী আছে যারা যে কোন ভাবে আরও আরও বড় হতে, মহাশক্তিশালী হতে চায়, তারা ক্ষমতা পাইয়া ধরাকে সরা মনে করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অমান্য করার মতো শাহস দেখাচ্ছেন, আওয়ামী লীগের নীতি আদর্শকে অমান্য করছেন, বঙ্গবন্ধু-বাংলাদেশ-শেখ হাসিনা সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয় স্পন্দন নৌকা মার্কাকে অসম্মান করে পদ দলিত করে