মিরকাদিমের ঐতিহ্যবাহী টেঙর মৌলভি বাড়িতে ইসলামিক মহা সম্মেলন
শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌরসভাধীন টেঙর গ্রামের ঐতিহ্যবাহী মৌলভি বাড়িতে ইসলামিক মহা-সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২৬শে ডিসেম্বর, বৃহস্পতিবার, বাদ আসর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী টেঙর গ্রামের মৌলভি আমজাদ হোসেন এর নাতী অতিরিক্ত আই.জি.পি (বাংলাদেশ পুলিশ) মাহবুব হোসেন এর জম্ম স্থান নিজ মৌলভি বাড়ি ও বাড়ি সংলগ্ন মাঠে এই ইসলামিক মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে, সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম, বুজুর্গ ব্যাক্তি ও ইসলামিক চিন্তাবিদগন ইসলামিক দর্শন এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করবেন।
পবিত্র কোরআন ও প্রিয় নবীজির আদর্শে নিজেকে পরিচালিত করার দিক নির্দেশনা এবং সহি ও শুদ্ধ হাদিসের ব্যাখ্যা সম্বলিত বক্তব্যের মধ্যদিয়ে প্রকাশ পাবে। ইসলামিক মহা সম্মেলনের আয়োজক প্রয়াত মৌলভি আমজাদ হোসেনের ছেলে প্রয়াত মৌলভি আবদাল হোসেন তার সুযোগ্য সন্তান মিরকাদিমবাসীর গর্ব – অহংকার অতিরিক্ত আই জি পি, বাংলাদেশ পুলিশ, মাহবুব হোসেন
তিনি সকল ধর্মপ্রান মানুষদের বিনয়ের সাথে অনুরোধ করেছেন, এই মহা সম্মেলনে উপস্থিত থাকার মধ্যদিয়ে মনের প্রশান্তি এবং ইহকাল ও পরকালের জন্য নেক রহমত হাসিল করুন।