এস এম রবিনঃ মানুষ মানুষের জন্য, কেন চাউলের গুদামে আগুন লাগলে আগুন নিভায় আবার কেন চাউল ভাজা খায়, এই কথা বলায় উদ্দেশ্য হল, আজ ভয়াবহ করোনা ভাইরাসের তাণ্ডবে দেশে সাধারন ছুটি চলছে, প্রায় দুই মাস যাবত মানুষ নিজ গৃহে আবদ্ধ আছে, নিম্ম আয়ের কর্মহীন মানুষদের বাঁচিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী এই সকল অসহায় মানুষদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে বিতরন করছেন, এরই মধ্যে কিছু অসৎ জনপ্রতিনিধি এই অসহায় মানুষদের প্রধানমন্ত্রীর উপহার চুরি করছে বা আত্মসাৎ করছে, অনেকে ধরা পরে জেলখানায় বন্ধি আছে বিচারের অপেক্ষায়, আবার অনেকে নিজ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছে। তেমনই একজন মিরকাদিম পৌরসভার বাসিন্দা লিটন জমিদার(৫০) সাধারন মানের ফার্নিচার দোকানের মালিক, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। সেই লিটন জমিদার নিজের ব্যবসার পুজি থেকে ২৩শে মার্চ থেকে আজ ১০ই মে পর্যন্ত বাড়ি বাড়ি খোঁজ নিয়ে অসহায় মানুষদের মাঝে প্রায় ৫(পাচ) লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বিতরণ করছে, এক সাক্ষাতে লিটন জমিদার বলেন যতদিন আমার পৌরসভার ০৩ নাম্বার ওয়ার্ডের এই সকল অসহায় মানুষ কর্মহীন থাকবে ততদিন আমি তাদের আমার সাধ্যমত সহযোগিতা করে যাব, প্রয়োজনে আমি আমার সঞ্চিত সকল অর্থ এবং স্বর্ণালঙ্কার বিক্রি করে হলেও আমার সহযোগিতা অব্যাহত রাখবো মহান আল্লাহতায়ালা যেন আমাকে যেন সেই সমর্থন দান করেন, সমাজের এই সকল হৃদয়বান মানুষদের আমি স্যালুট জানাই।