মিরকাদিম পৌর আওয়ামী লীগের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন
চেতনায় ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মিরকাদিম পৌর মেয়য় শহিদুল ইসলাম শাহীন এর ব্যবস্থাপনায় মিরকাদিম পৌর আওয়ামী লীগ মিরকাদিম পৌর ভবনে স্থাপিত জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মিরকাদিম পৌর মেয়য় শহিদুল ইসলাম শাহীন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে নেতার জম্ম না হলে এই দেশ স্বাধীন হতো না সেই মহান নেতাকে ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা স্ব-পরিবাবে নির্মমভাবে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়। বঙ্গবন্ধু ছিলেন এই দেশের কৃষক, স্রমিক, গরীব মেহনতি মানুষের নেতা, তিনি এই দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের আগেই ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে, আজকের এই শোক দিবসে আমাদের প্রত্যয় অঙ্গীকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো, তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।

এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল বাতেন সেন্টু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার আবু তাহের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলার আব্দুল মজিদ, পৌর আওয়ামী লীগের অধীন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, কাউন্সিলারবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ,যুবলীগ, স্রমিক লীগ ও কৃষক লীগ পৌর নেতৃবৃন্দ।
Comments are closed.