মিরকাদিম পৌর এলাকায় বিদেশ ফেরত প্রবাসীদের নাম পৌর সভায় তালিকাভুক্ত করুন

মিরকাদিম পৌর এলাকায় বিদেশ ফেরত প্রবাসীদের নাম পৌর সভায় তালিকাভুক্ত করুন
শরমিতা লায়লা প্রমিঃ করোনা ভাইরাস আতঙ্কে সারা দেশের মতো মিরকাদিমের মানুষ ও আতঙ্কিত, আমাদের দেশে এই রোগ ছিল না, যেই দেশে এই রোগ বিস্তার লাভ করছে সেই দেশ থেকে এই করোনা ভাইরাস বিদেশ ফেরতদের মাধ্যমে আমাদের দেশে বিস্তার ঘটছে, কিছু বিদেশ ফেরত যাত্রি এই ভাইরাস বহন করে নিয়ে এসেছে, তাই এখন বিদেশ ফেরত যাত্রিদের সরকার অতি মাত্রায় নজরে রেখেছে, তারপরও দিন দিন আমাদের দেশে এই রোগ ছড়িয়ে পরছে, বিদেশ ফেরত যাত্রীদের ১৪দিন হোম কোয়ারেন্টিন -এ থাকার নির্দেশ দিয়েছন। কিন্তু অনেকে এটা মাঞ্ছেন না, তাই এই নিয়ে সরকার ও মানুষ চিন্তিত, তাই বিদেশ ফেরতদের এই হোম কোয়ারেন্টিন মানতে বাধ্য করার পদক্ষেপ নিয়েছে। আমাদের মিরকাদিমেও ইতিমধ্যে অনেকে বিদেশ ফেরত প্রবাসী খোলা মেলা চলাচল করছেন, অনেককে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে হোম কোয়ারেন্টিন -এ বাধ্য করছে। আমরা চাই মিরকাদিম করোনা ভাইরাস মুক্ত থাকুক, এই বিষয় মিরকাদিম পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে বিদেশ ফেরতদের তালিকা সংরক্ষণ করে তাদের নজরধারিতে রাখা হোক, তাদের সর্বক্ষনিক নজরধারির জন্য কর্মী নিয়োগ করা যেতে পারে। মিরকাদিমের মানুষ ভাল থাকুক, করোনা ভাইরাস মুক্ত থাকুক।