মিরকাদিম পৌর শ্রমিক লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌর শ্রমিক লীগ এর নব গঠিত কমিটির সভাপতি হুমায়ন মুরব্বী ও সাধারন সম্পাদক সেলিম মাদবরের নেতৃত্বে কমিটির কর্মকর্তাবৃন্দ মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সাথে সৌজন্যমুলক সাক্ষাৎ করে নিজেরা পরিচিত হন। এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সালাউদ্দিন মুন্সীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত নেত্রীবৃন্দের উদ্দ্যেশ্যে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, কোন রকম অনৈতিক কাজ করা যাবে না, শ্রমিকদের কল্যানে কাজ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাবান ও বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।