মিরকাদিম মানব উন্নয়ন সমাজ কল্ল্যান পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
চেতনায় ডেস্কঃ ৫ আগস্ট ২০২০, মিরকাদিম পৌর এলাকার একটি জনকল্যাণমুলক সংগঠন মিরকাদিম মানব উন্নয়ন সমাজ কল্ল্যান পরিষদ, এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর ঈদুল ফিতরের তিনদিন পশু কোরবানির পর পৌর এলাকার বিভিন্ন গ্রামেব রাস্তা-ড্রেন ও ময়লার স্তপে যেখান থেকে রোগ জিবানু ছড়াতে পারে সেই সমস্ত নোংরাস্থানে জীবাণু নাশক ঔষধ স্প্রের মাধামে প্রয়োগ করে আসছে। এই বৎসর সংগঠনটি ২৩তম পরিচ্ছন্ন অভিযান পালন করে।

রিকাবি বাজার এলাকায় এই পরিচ্ছন্ন অভিযানে উদ্বোধন করেন মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, আরও উপস্থিত থাকেন বিশিষ্ট সঙ্গিত পরিচালক,নাট্যকার বিরহী মুক্তার, মুক্তিযোদ্ধা সন্তান সাওন আহাম্মেদ জুম্মান।এই বিষয় সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম জাহাঙ্গির বলেন আমি মিরকাদিম পৌরসভাকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসাবে দেখতে চাই, পৌরসভা মেয়রের পাশাপাশি আমরা যদি নিজ নিজ উদ্যোগে নিজ নিজ বাড়ি এলাকার রাস্তা নর্দমা পরিস্কার রাখি এবং পৌরসভাকর্তৃক নির্দিষ্টস্থানে ময়ালা জমা রাখি তাহলে সত্যিকার অর্থেই মিরকাদিম পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসাবে গড়ে তুলতে পারবো।এই লক্ষ্য পুরনেই আমি ২৩ বৎসর যাবত ব্যাক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছি।
Comments are closed.