মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত, চেতনায় একাত্তরের সুস্থতা কামনা
চেতনায় ডেস্কঃ গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের টেস্ট করা হলে শুক্রবার (১২ জন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ আসে। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।
মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রীর করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভে মহান আল্লাহ তায়ালার কৃপা কামনা করে প্রার্থনা করেছেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জামান আনিছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন।