শরমিতা লায়লা প্রমিঃ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, দেশের সিংহভাগ বীর মুক্তিযোদ্ধা সীমাহীন দুরাবস্থার মধ্যে দিনাতিপাত করছেন, বয়সের ভার, নানান রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, অপরদিকে তাদের সন্তান-সন্ততি বেকারত্বের অভিশাপে জর্জরিত। জীবনের শেষবেলায় তাদের জীবনে একটু স্বস্তি ও শান্তি প্রদান করা রাষ্ট্রেরই কর্তব্য।আজ এক বিবৃতিতে আবীর আহাদ উপরোক্ত মন্তব্য করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বিতাড়ন করে, তাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সরকার মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় দুর্দশার কথা মানবিক বিবেচনায় নিয়ে মাসিক ভাতা চলমান বাজারদরের সাথে সংগতি রেখে যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি, তাদের চিকিৎসার জন্য মাসিক ভাতার সাথে কমপক্ষে সাত হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান, গৃহহীনদের জন্য বিনাসুদে মাসিক ভাতা থেকে তিন/পাঁচ হাজার টাকা কেটে রাখার বিধান রেখে কমপক্ষে বিশ লক্ষ টাকা গৃহঋণ প্রদান করতে পারেন।মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধা বান্ধব প্রধানমন্ত্রী আজ মুক্তিযোদ্ধারা যাহাই পাচ্ছেন, সেইটুকু শেখ হাসিনার জন্যই পাচ্ছেন, আমাদের স্বাধীনতা বীরগাঁথা অর্জনের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাণ, বঙ্গবন্ধুর সপ্ন পুরন করেছে অর্থাৎ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বীর মুক্তিযোদ্ধারা, তাই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু আর স্বাধীনতা মানে মুক্তিযোদ্ধা, তাই শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের বাকী জীবনটা সুখ শান্তিতে থাকার ব্যবস্থা করতে পারেন,কোন বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বা তাদের সমর্থকরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু করবে দূরে থাক, শেখ হাসিনার দেওয়া সুযোগ সুবিধাটুকু কেড়ে নিবে।
Get real time updates directly on you device, subscribe now.