
শরমিতা লায়লা প্রমিঃ একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা, স্বাধীনতার সূর্যসেনা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালী জাতির গর্ব-অহংকার বীর মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র ক্লাব নামে জুয়ার আসর ক্যাসিনো চালিয়ে, মদ বিক্রি করে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা কামাই করছে, একধরনের অসৎ লোক কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় দীর্ঘ দিন যাবত এই অপকর্ম চালিয়ে যাচ্ছে, র্যাব-পুলিশ যদি অভিযান চালিয়ে এই অপরাধীদের না আটক করতো, তাহলে আমরা এদের অপকর্ম সম্পর্কে জানতে পারতাম না। এক মত বিনিময় সভায় চেতন্য একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এ যারা আড়ালে থেকে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে জুয়া আর মদের আসর জমিয়ে কোটি কোটি টাকা কামাই করছে, তাদের কাছ থেকে উক্ত টাকা উদ্ধার করে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের ফান্ডে জমা দেওয়া হোক, আর যত বড় মাপের প্রভাবশালী হোক দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।এই বিষয় ২ নাম্বার সেক্টরের মুক্তিযুদ্ধে যুদ্ধকালিন কমান্ডার আব্দুল রহিম বলেন, যারা বেআইনিভাবে মুক্তিযোদ্ধা ক্লাবকে ব্যবহার করে অবৈধ পন্থায় জুয়া- মদের ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করতে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই রাজাকারের বাচ্চাদের কঠিন শাস্তি পেতে হবে যাতে ভবিষ্যতে কেহ এই জগন্যতম কাজ করতে শাহস না পায়, তিনি এই বিষয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেন।