মুক্তিযোদ্ধা মন্ত্রী
ডেস্ক নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ মানের শততম জম্ম বার্ষিকী মুজিব বর্ষ পালন উপলক্ষে ১৪ হাজার বীর মুক্তিযোদ্ধাকে সরকার বাড়ি নির্মাণ করে দেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চতর শিক্ষা বৃত্তি প্রধান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, ১৪ হাজার মুক্তিযোদ্ধার জন্য প্রত্যেকের ১৬ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।গাজীপুর সিটি এলাকায় উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যায়নরত ২৫ হাজার শিক্ষার্থীকে উচ্চতর শিক্ষা বৃত্তি দিচ্ছে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন।