মুজিব বর্ষে মুহিউদ্দিকে বঙ্গবন্ধুর দুর্লভ শত ছবি উপহার
শরমিতা লায়লা প্রমীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে চেতনায় একাত্তর এর পক্ষ থেকে পয্যায়ক্রমে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মো: মহিউদ্দিনকে শত ছবি উপহার দিবে।

আজ জেলা পরষিদ র্কাযালয়ে চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বঙ্গবন্ধুর পাশে থাকা মোঃ মহিউদ্দিন এর ঐতিহাসিক তিনটি র্দুলভ ছবি প্রদানের মাধ্যমে ছবি প্রদান র্কাযক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করনে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পরষিদ সদস্য নুরজাহান বেগম হোসনে আরা ও সমাজ সেবক কামরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।