
নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলাকে ডেঙ্গু মুক্ত করতে মুন্সীগঞ্জ জেলার প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার রাত-দিন কর্ম ব্যাস্ততার মধ্যে থাকছেন, তারই পরিকল্পনামতে গত ৬ই আগস্ট মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তিরত ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান। সেখানে গিয়ে তিনি রোগীদের সাথে কুশল বিনিময় করেন, রোগীদের খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সাথে যথাযথ চিকিৎসার বিষয় আলোচনা করেন। সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করে প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেন এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের আশ্বাস দেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন,মুন্সীগঞ্জ জনাব শেখ ফজলে রাব্বি সহ অন্যান্য চিকিৎসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।