



নিজস্ব প্রতিনিধিঃ জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আইনজীবীবৃন্দ, রোভার, স্কাউটসহ সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে একযোগে মুন্সীগঞ্জ থেকে এডিস মশা নিধনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার এর পরিচালনায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে এই অভিযানে পতাকা’৭১ চত্বর, বাজার রোড, জেনারেল হাসপাতাল, পুরাতন বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, মুক্তারপুর বাজার, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ কলেজসহ শহরের বিভিন্ন পয়েন্টে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এসময় ডেংগু নিধনে করণীয় সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। এই অভিযান বিষয় সাধারন জনগন অভিমত ব্যাক্ত করেন আমাদের মুন্সীগঞ্জ জেলার মতো যদি অন্যান্য জেলাসমুহে জেলা প্রশাসন এবং জনসাধারনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়, তাহলে বাংলাদেশ থেকে ডেঙ্গু রোগবাহিত এডিস মশা নির্মূল করা অসম্ভব নয়।