মুন্সীগঞ্জ জেলাবাসির দাবী জেলায় পি.সি.আর ল্যাব স্থাপন
চেতনায় ডেস্কঃ ১৭ইজুন-২০২০, করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাংলাদেশে দিন দিন অতি মাত্রায় বেড়ে চলছে, ১০২ দিনে এই সংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি (৯৮,৪৮৯জন) মৃত্যুর সংখ্যা ১৩০৫ জন। মুন্সীগঞ্জ জেলায়ও এই আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২০০০ জনের কাছাকাছি আক্রান্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাও ৪০ জনের উপরে।আক্রান্তের দিক দিয়ে মুন্সীগঞ্জ সদরে সবচেয়ে বেশি, তাই সদরের মুন্সীগঞ্জ পৌরসভা, রামপাল ইউনিয়ন আর মিরকাদিম পৌরসভাকে রেড জোন হিসাবে চ্রিহিত করা হয়েছে, তাছাড়া অন্যান্য উপজেলাসমুহের যে সকল ইউনিয়নের ওয়ার্ডসমুহে আক্রান্তের সংখ্যায় রেড জোন সংখ্যার আওতায় আসবে সেই সমস্ত ওয়ার্ডসমুহ লক ডাঊন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পনর লক্ষাধিক জনসংখ্যার এই ঘনবসতিপুন্ন জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা নির্ণয় করার জন্য প্রয়োজন করোনা ভাইরাস পরীক্ষা, প্রতিদিন অতি স্বল্প সংখ্যক সন্দেহভাজন লোক করোনা ভাইরাস পরীক্ষার সুযোগ পেয়ে থাকে এবং ঢাকা থেকে এই পরীক্ষায় ফলাফল আসতে এবং জানতে ৩/৪ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।করোনায় আক্রান্তদের যথাযথ সময় শনাক্ত করতে না পারায় জেলায় দ্রুত গতিতে করোনা ভাইরাস বিস্তার ঘটছে, এই বিস্তার নিয়ন্ত্রনে দরকার বেশি বেশি সংখ্যায় দ্রুত করোনা ভাইরাস পরীক্ষা এবং আক্রান্তদের দ্রুত চ্রিহিত করে আইসোলেশনে নিয়ে যাওয়া বা নিজ গৃহে আলাদা করে রাখা।
তাই মুন্সীগঞ্জ জেলার সকল স্থরের সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক-ছাত্র ও সুশীল সমাজের লোকদের দাবি অতি সত্বর মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পি সি আর ল্যাব স্থাপন করা হোক, যার মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত শনাক্ত করা, আইসোলেশনে নেওয়া যাতে করে বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।তাছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও সরকারিভাবে আইসোলেশনের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ও জেলাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় পদক্ষেপ কামনা করেন। সম্পাদক, চেতনায় একাত্তর