শরমিতা লায়লা প্রমিঃ সম্প্রতি দায়িত্ব গ্রহনকারি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার তার প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্ব গ্রহণের পর পরই তিনি তার অফিস সহকর্মীদের সাথে একাধিকবার সভা করেন, কিভাবে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনসাধারণকে যথাযথভাবে সেবা দেওয়া যায়। সবাই এই বিষয় যথাযথভাবে দায়িত্ব পালনে জেলা প্রশাসক মহোদয়কে সম্মতি প্রদান করেন। যার ফলশ্রুতিতে এখন জেলা প্রশাসকের পাশাপাশি অফিস সহকারীরাও নির্ধারিত সময়ের মধ্যেই আফিসে চলে আসেন, কাজকর্মেও গতি বেড়েছে,
অফিস সহকারীদের এই দায়িত্ব সচেতনতায় জেলা প্রশাসক মহোদয় খুশি হয়ে অফিস সহকারিদের জন্য শুভেচ্ছা বার্তা আর মিষ্টি পাঠিয়ে দেন। আমি মনে করি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার মতো অন্যান্য জেলার প্রশাসকগণ যদি অফিস সহকারিদের সাথে বন্ধুসুলভ আচরন করেন (অনেকে করছেন) তাহলে জনগনের সেবক জেলা প্রশাসক তাহা আরও একবার প্রমাণিত হবে।