
সানিম হোসেনঃ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শাহিন মোঃ আমানউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান আতিথি জেলা পরি্ষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুখ্য আলোচক স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মিনাল কান্তি দাস, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ,সাবেক হুইপ প্রফেসার সাগুফতা ইয়াসমিন এমিলি।

আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর সৃতি চারনমুলক বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, অ্যাড. মিনাল কান্তি দাস এম.পি, প্রফেসার সাগুফতা ইয়াসমিন এমিলি এম.পি.। মোঃ মহিউদ্দিন বলেন বঙ্গবন্ধুর খুনি ও ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল যাতে করে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়, এই লক্ষ্যে জিয়া স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্র ক্ষমতার অংশীদার করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে নিজ দেশে ফিরে আসেন, স্বাধীনতার স্বপ্নপুরনে জনগনের পাশে দাঁড়ায়, আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের শেখ হাসিনার পাশে থাকতে হবে।