
শরমিতা লায়লা প্রমিঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৩তম জম্মদিন পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আলোচনা, দোয়া মাহফিল ও জম্মদিনের কেক কাটার মধ্যদিয়ে জম্মদিন পালন করে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনার সঞ্চালনায় জম্মদিন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিস উজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি তহুরা জামান, শহর আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ আলীসহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন, ১৫ই আগস্ট যদি বঙ্গবন্ধু কন্যাদ্বয় বিদেশে না থাকতেন, তাহলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে তাঁদেরও খুনিরা মেরে ফেলত, আল্লাহর অশেষ মেহেরবানি তিনি বঙ্গবন্ধুর দুই কন্যাকে বাচিয়ে রেখেছেন, তাই আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে করে যাচ্ছেন, আজকের এই জম্মদিনে আমরা দোয়া করি মহান আল্লাহতায়ালা যেন বঙ্গবন্ধু কন্যাকে দীর্ঘ জীবন ও সুস্থতাদান করেন। এই দেশের মানুষের কল্যানে দীর্ঘদিন কাজ করতে পারেন।