মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের গনতন্ত্র বিজয় দিবস পালন
শরমিতা লায়লা প্রমিঃ ৩০শে ডিসেম্বর, সোমবার, সারা দেশের গন্তান্ত্রিকমনা সংগঠনসমূহের পাশাপাশি জেলা আওয়ামী লীগও গণতন্ত্র রক্ষা দিবস পালন করে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের মাধ্যমে বি.এন.পি-জামাত ও তাদের পিছনে থাকা অপশক্তির অশুভ পরিকল্পনা করেছিল জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করে বানচালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই অপ কৌশল প্রতিহত করে জনগনের সহযোগিতায় একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করে বিজয় অর্জনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছিলে। জয় হয়েছিল গণতন্ত্রের।
আজ সেই দিনটির স্মরণে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ নিজস্ব কার্যালয়ে জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান আলোচক মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম চৌধুরি, বিশেষ আলোচক জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস জহুরা জামান, সহ সকল সত্বরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্য জীবী লীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।