
নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার বিভিন্ন উপজেলা সফরের অংশ হিসাবে গজারিয়া উপজেলা সফর করেন। সেখানে তিনি উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, মিডিয়া কর্মী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন। বিশিষ্ট জনদের বক্তব্যের মাধ্যমে গজারিয়া জেলার নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যার বিষয় উত্থাপিত হয়। জেলা প্রশাসক মহোদয় সমস্যা নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি প্রদান করে, সাম্প্রতিক সময়ে চলমান গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য দেন। বাল্যবিবাহ নিরোধ,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি উপজেলার বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি উপজেলা ভূমি অফিস, ২টি ইউনিয়ন ভূমি অফিস ও ইউডিসি পরিদর্শন করে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।