
শরমিতা লায়লা প্রমিঃ আগামী ৫ই অক্টোবর-২০১৯ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে, মার্কাও বিতরন করা হয়েছে, সকল প্রার্থীরা আন্তরিকতার সাথে সৌহার্দ্য পরিবেশে নির্বাচন প্রচার চালিয়ে যাচ্ছে। এটাই মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য। সকল প্রার্থীরা একসাথে বসে আড্ডা মারছে, চা পান করছে আবার নিজ নিজ মার্কায় ভোট চাচ্ছে।
তবে সারা বাংলাদেশের মতো অধিকাংশ প্রার্থীরা দুই ধারায় বিভক্ত বি এন পি আর আওয়ামী লীগ, অনেকের ধারনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ আর বিপক্ষ তবে বামধারার সাংবাদিকরা মধ্য অবস্থানে থাকে, তবে স্বতন্ত্র প্রার্থীও দেখা যায়, যাই হোক নির্বাচন প্রচার কাজে রাজনীতি তেমন প্রভাব ফেলে না, ব্যক্তিগত ইমেজই প্রধান্য পেয়ে থাকে।

যিনিই নির্বাচিত হবেন, তিনি সাংবাদিকদের স্বার্থই প্রধান্য দিয়ে থাকেন।