
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক সভ্যতার আলো পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক রুপান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশীদ খোকা নির্বাচিত হয়েছেন। ৫ই অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার বদর-উদ-দোজা ভুঁইয়া।
২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হন গোলজার হোসেন ও মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে শেখ মো. শিমুল,দফতর সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল,প্রচার সম্পাদক পদে আরাফাতুজ্জামান বাবু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জুয়েল রানা নির্বাচিত হন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক আমাদের বিজনেস বাংলাদেশ পত্রিকার শিহাবুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের নাদিম মাহমুদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সবুজ নিশান পত্রিকার সুমন ইসলাম।সভাপতি পদে মীর নাসির উদ্দিন উজ্জলের বিজয়ে চেতনায় একাত্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন উজ্জ্বল এর এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিজয় আমরা তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আমরা মীর নাসির উদ্দিন উজ্জলের সফলতা ও সুস্থতা কামনা করি।