মেয়র শহিদুল ইসলাম শাহীন মিরকাদিমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরন করেন।
শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শা হীন মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করেন, সর্বত্র মেয়রকে কাছে পেয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নতুন বই গ্রহন করেন। কোন কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রিরা হেঁসে খেলে, গান গেয়ে মেয়রকে নিয়ে মেতে উঠেন, শিশু বান্ধব মেয়র ও ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতে উঠেন, আবার ছাত্রছাত্রিদের মা- বাবার মেয়য়ের সাথে নতুন বই নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে উঠেন, মেয়র ও তাদের সাথে সেলফি তুলেন।
মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কচি কাকুলি কিন্ডারগার্টেন আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। রিকাবি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি মিরকাদিম পৌর মেয়র এবং বিদ্যালয় ম্যাজেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম শাহীন, আরও উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, কচি কাকুলি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ খলিলুর রহমান, স্থানীয় কাউন্সিলার আব্দুল মজিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মাসুদ ফকরি খোকন, আমির হোসেন সহ বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী ও অবিভাবকমণ্ডলী।
মেয়র শহিদুল ইসলাম শাহীন অতিথিবৃন্দদের পাশে নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন করেন। বিতরন শেষে মেয়র কৃতি ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেন এবং বলেন এই বৎসর জি এস সি পরীক্ষায় রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভাল রেজাল্ট করে জেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে, আমি চাই এই বিদ্যালয় আগামিতে প্রথম স্থান অর্জন করবে, সেই লক্ষ্য নিয়েই তোমাদের এগিয়ে যেতে হবে, যারা ভাল করবে তাদের আমি ব্যাক্তিগত ভাবে পুরস্কৃত করব, আর আমাদের শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষার হার শতভাগ পর্যায় নিয়ে যেতে, মানসম্মত শিক্ষার জন্য তিনি ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই,স্কুল ড্রেস এবং শিক্ষা বৃত্তি প্রদান করছেন। তাই তোমাদের কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।