যুব বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল,কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা,ভারতের পরাজয় মানতে কষ্ট হয়েছে।
শাওন আহাম্মেদ জুম্মানঃ সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা শেষে দুই দলের কিছু খেলোয়াড়দের মাঝে অনাকাঙ্ক্ষিত কছু ঘটনা ক্রিকেট মহলে নানা ধরনের বিচার বিশ্লেষণ চলছে। ভারত একাধিকবার ফাইনালে জয়ী হয়েছে, তাই তাদের জয় পরাজয়ের অনুভূতি কম থাকতেই পারে, বাংলাদেশকে বার বার ফাইনাল খেলা থেকে আম্পেয়ার এবং বিভিন্নভাবে পরাজিত করা হয়েছে, তাই সকল অপচেষ্টা – পরিকল্পনার নোংরামি প্রতিহত করে বিশ্বকাপ জয় করা বাংলাদেশী খেলোয়াড়দের মাঝে ছিল একটা বাড়তি উত্তেজনা, যা পরাজিত ভারতীয় খেলোয়াড়গণ মানতে পারে নাই, তাই বাংলাদেশী খেলোয়াড়দের জয়ের আনন্দ উৎসব ভারতীয়দের শরিলে কাটার মতো বিঁধেছিল, তারাও নানাভাবে বাংলাদেশী খেলয়ারদের উদ্দ্যেশ্যে অশ্লীল মন্তব্য করতে থাকে। এতে শুরু হয় তর্ক, গালিগালাজ, একপর্যায় বাংলাদেশি খেলোয়াড়রা মাঠের অন্য প্রান্তে চলে যায় আর ভারতীয়রা পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে এটা কারো কাম্য নয়, এতো দিন ভারত জিতেছে এমন ঘটনা ঘটেনি, একবার মাত্র বাংলাদেশ জিতেছে এতেই হট্টগোল? জয়ের আনন্দ যেমন থাকে, পরাজয় নত মস্তিষ্কে মেনে নেওয়ার মন মানুষিকটা সকলের থাকা উচিত।