শরমিতা লায়লা প্রমিঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে্র জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জনে বিশ্ব নেতৃবৃন্দ যখন শেখ হাসিনার মেধা- দক্ষতা আর প্রজ্ঞতা- বিচক্ষণতার প্রশংসা করে যাচ্ছেন তখন কিছু অসৎ রাজনীতিবিদ, বর্ণচোরারা শেখ হাসিনার এই অর্জনকে ম্লান করতে নানাধনের মিথ্যাচার করছে আর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ ও কিছু সহযোগী, অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ষড়যন্ত্রকারীদের ট্র্যাপে পা দিচ্ছে করছে নানা ধরনের অপকীর্তি, এই এই অপকীর্তিমানদের সাথে কিছু প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রীর জরিত ত্থাকার থাকার বিষয় সন্দেহপোষণ করা হচ্ছে।তাদেরকে চ্রিহিত করে তাদের কর্ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নামই হল “শুদ্ধি অভিযান”।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন মনে করে ঘরের ভিতর কাল সাপ পোষণ করা অনুচিত, সুযোগ পেলেই কামড়াবে, তাই কোনভাবে যদি ফাঁক ফোঁকর দিয়ে সাপ ঢুকে পরে, শুদ্ধি অভিযানের মাধ্যমে সাপ তাড়ানো হবে।তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অমান্যকারিদের কোণ ছাড় দেওয়া হবে না।গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দ ভ্রমনরত মুন্সীগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রায় সকল জনপ্রিতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ জননেতা মোঃ মহিউদ্দিন এর সাথে একমত পোষণ করে বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর আদর্শের ধারক, মুক্তিযুদ্ধের চেতনার বাহক লোকদের মূল্যায়ন করা হবে, তৈরি হবে ভালোবাসার সেতু বন্দন, সেই ভালোবাসা হবে চিরন্তন।