শরমিতা লায়লাঃ ইদানিংকালে রাজনীতি হয়ে গেছে তোষামোদি আর চাটুকারিতা, অর্থ আর পেশী শক্তিতে বলিয়ান, এখন আর আদর্শবান নেতার পিছনে কর্মীরা ছুটে না, কর্মীরা ঘুর ঘুর করে অর্থশালী নেতার পিছনে, হোক না সে সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা মাদক ব্যাবসায়ি তাতে কি, পালটিবাজ আর সুবিধাবাদী হলেও অসুবিধা নেই, মালপানি জিন্দাবাদ, মধু যদি থাকে চাঁটতে দোষ কি? অনেকে আছে রাজনীতির পদ পদবি নিয়ে, বুকে শাইন বোর্ড জুলিয়ে রাজনীতির কর্মসূচিতে অংশ না নিয়ে, প্রশাসনের ফায়-মরমাস পুরন করতেই ব্যস্ত হয়ে পরে, ভাব এই, আমি কি হনুরে। এই হনুরাদের প্রশাসনের চামচাগিরি আর চাটুকারিতা হল তাদের রাজনিতির মুলমন্ত্র, দালালি তাদের পেশা আর রাজনীতি তাদের শাইন বোর্ড, এই শাইন বোর্ডধারীদের শুদ্ধি অভিযানের আওতায় এনে বাদ দেওয়ার মাধ্যমে রাজনীতিকে পরিশোধন করতে হবে। তবেই আদর্শিক রাজনীতিরধারা ফিরে আসবে।