শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলাধিন মিরকাদিম পৌর সভাস্থিত দক্ষিণ রামগোপাল পুর গ্রামের কৃতি সন্তান মরহুম কমান্ডার আব্দুল রহিমকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গার্ড অব অনার-এ উপস্থিত থাকেন সদর উপজেলা এসি ল্যান্ড হ্যাপি দাস, তিনি মরহুম কমান্ডার আব্দুল রহিম এর পরিবার পরিজনদের দাফন জন্য সরকারী বরাদ্ধ এর টাকা এবং অন্যান্য বরাদ্ধের বিষয় অবহিত করেন। ১১ নভেম্বর, সোমবার, বাদ জোহর স্থানীয় ঈদ গাঁ মাঠে মরহুম কমান্ডার আব্দুল রহিম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুম কমান্ডার আব্দুল রহিম এর নামাজে জানাজায় অংশ নেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির মোল্লা, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীরমুক্তিযোদ্ধা আলি আকবর মিলন, বীরমুক্তিযোদ্ধা এ টি এম দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা আক্তার ফারুক তোতা, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলি, বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, মিরকাদিম মানব উন্নয়ন পরিষদের সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গিরসহ এলাকার বিশিষ্টজন।
সকালে মুন্সী গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আনিছ উজ্জামান আনিছ মরহুম কমান্ডার আব্দুল রহিম এর বাসায় এসে তার প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহিম গত ১০ই নভেম্বর২০১৯ রাত ১০.৩০ মিনিটে নিজ বাসায় হার্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্না—— রাজেউন)।