রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফন,মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ
চেতনায় ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা বঞ্চিত হওয়া সরকারের কাম্য নয়।
এ ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। । সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয় চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ আশা প্রকাশ করেন তদন্ত্রে দোষী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
Comments are closed.