রিকাবি বাজারের কাঁচা ও মাছ বাজার খোলা মাঠে সরিয়ে নেওয়ার দাবি
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সী গঞ্জ জেলার মধ্যে মিরকাদিম পৌরসভা একটি অতি ঘনবসতিপুন্ন এলাকা হিসাবে পরিচিত মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার জেলার একটি প্রসিদ্ধ নিত্যদিনের বাজার এই বাজারের মাছ মাংস ও তরিতরকারির বাজারটি বাজারের পশ্চিম পাশে অবস্থিত, ক্ষুদ্র পরিসরে হলেও অল্প জায়গা নিয়ে বহু দোকানের পসরা বসে, প্রতিদিন বাজারে হাজার হাজার ক্রেতা বিক্রেতা সমাগম হয়, বাজারের তিন পার্শ্বে কালিন্দিপাড়া, বাদ্যকরপারা, গোপপাড়া, পূর্বপাড়া গ্রাম অবস্থিত, গ্রামে প্রচুর লোকজনেরবাস, তাছারা আশপাশ আব্দুল্লাহপুর, রামপাল, বিনোদপুর ইউনিয়ন এবং নারায়ণগঞ্জের চর সৈয়দপুর, ডিগ্রির চর, ভক্তবলি, কানাইনগর, রাধানগর, লক্ষ্মীনগরসহ কিছু চর এলাকার লোকজন এই বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনাকাটা করতে আসে।বর্তমান করোনা ভাইরাসের আগ্রাসী আক্রমানে রামপাল হাতিমারা সহ আশপাশ এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং অনেকে আক্রান্ত হয়েছে, তাছাড়া বিকারি বাজারলাগ ধলেশ্বরী নদির ওপারে নারায়নগঞ্জ অবস্থিত ইতিমধ্যে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করছে, অনেকে মারাও গেছে, তাই বর্তমানে রিকাবিবাজার মাছ, মাংস ও তরিতরকারির বাজারটি উত্তর পাশের দুইটি খেলার মাঠে সরিয়ে নেওয়া অতি জরুরী বলে এলাকাবাসী মনে করেন নতুবা যে কোন সময় ভয়াবহ বিপদ ঘটতে পারে। এই বিষয় মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন মিরকাদিম পৌরবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতেই এই নিত্য বাজারটি খোলা মাঠে অতিসত্বর সরিয়ে নেওয়া আবশ্যক নচেৎ একবার এই ঘনবসতি এলাকায় কেহ আক্রান্ত হলে মিরকাদিমে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করতে পারে। আমি আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনামতে স্থানীয় জেলা প্রসাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়রকে তড়িৎ ব্যবস্থাগ্রহণ করে মাছ, মাংস ও কাচা তরকারীর বাজারটি খোলা মাঠে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করবেন।