
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার, রিকাবি বাজার আকমল প্লাজার ২য় তলায় পুতুল বিউটি পার্লার ও প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি অত্যাধুনিক বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করা হয়, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন ফিতা কেটে বিউটি পার্লারটির উদ্বোধন করেন উপ স্থিত থাকেন মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি কামাল আহাম্মেদ, কাউন্সিলার আবদাল হোসেন, আব্দুল মজিদ, বাজার কমিটির সাধারন সম্পাদক, গোলাম ফারুক জমিদার, সমাজ সেবক কামরুল ইসলাম জাহাঙ্গির, সঙ্গীত শিক্ষক, নাট্য প্রযোজক গায়ক বিরহী মুক্তারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ ।
দেশের নামকরা বিউটিসিয়ানদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পুনম বলেন আমাদের এলাকায় অনেক বিউটি পার্লার আছে কিন্তু নেই আধুনিক যন্ত্রপাতি, ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ বিউটিসিয়ান, তাই সাজসজ্জার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা দেখা দেয়, আমরা এই সব বিষয় মাথায় রেখে সব ধরনের সুযোগ সুবিধা সম্পুন্ন বিউটি পার্লার চালু করেছি। বিশেষ করে বিয়ের কনে সাজানোসহ বিভিন্ন বয়সের মেয়েদের সকল ধরনের সাজসজ্জার কাজ আমরা যত্নের সাথে সুলভ মুল্যে করে থাকি।তাছাড়া মেয়েদের প্রশিক্ষণ দিয়ে কর্ম সংস্থানের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে, আমি মনে করি মেয়েদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, কাজের শান্তিপুন্ন পরিবেশ বজায় রাখতে আমাদের মেয়র মহোদয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসক এর সুদৃষ্টি কামনা করছি ।