
শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌরসভাস্থিত রিকাবি বাজার উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রীবৃন্দ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে “এসো বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানি “ বিষয়ক আলোচনা সভা রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীর ব্যবস্থাপনা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সঞ্চালনায় ছাত্রীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় জানার তথ্য ও বাস্তব ইতিহাস সুন্দরভাবে উপস্থাপন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোন্দকার দেলোয়ার হোসেন মিলন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক তারুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ও কাউন্সিলার আব্দুল মজিদ, মাসুদ ফকরি খোকন, বেগম মাসুদ ফকরি ও বিদ্যালয়য়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী । আলোচনার পূর্বে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ছাত্রীদের বঙ্গবন্ধু বিষয়ক এ্যালবাম “ বঙ্গবন্ধুর মহিউদ্দিন ১০০ প্লাস মেমোরিস” বইটি প্রদান করা হয়।