লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে,মিরকাদিম পৌরসভায় একদিনের শোক পালনের আহবান
চেতনায় একাত্তরঃ ৩০জুন২০২০, ঘাতক ময়ূরী-০২ লঞ্চের আঘাতে ডুবে যাওয়া মনিং বার্ড লঞ্চের নিহত ৩৪জন যাত্রীর মধ্যে ২৯জন যাত্রীই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এর মধ্যে মিরকাদিম পৌরসভার বাসিন্দা ১১ জন মারা গেছে। এগার জন পরিবারে নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে, তাদের কান্না আর আহজারিতে পৌর এলাকায় শোকের পরিবেশ বিরাজমান। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শা হীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, হাসপাতাল থেকেই তিনি নিহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন, নিহতদের আত্মার শান্তি কামনা আর শোক সন্ত্রাপ পরিবারের প্রতি মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন।

মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি কামাল উদ্দিন আহাম্মেদ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তিনি মেয়র মহোদয় এবং স্থানীয় কাউন্সিলারদের প্রতি অনুরোধ করেন নিহতদের আত্মার শান্তি কামনায় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণে একদিনের জন্য মিরকাদিম পৌর এলাকায় শোক পালনের দিন নিদ্ধারন করে ঘোষণা প্রদান করা হোক। সম্পাদক, চেতনায় একাত্তর