জালাল উদ্দিন মোহাম্মদ জনিঃ অদ্য ১৭ই অক্টোবর ২০১৯, মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হাতিমারা ফারইস্ট মার্কেট কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অনুস্থিত। রামপাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি মোশারফ হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাকিম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ,রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ বাচ্চু শেখ, জেলা যুব লীগ নেতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ বাপ্পি, সম্মেলনের উদ্বোধক সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফছার উদ্দিন ভুইয়া আফছু, প্রধান বক্তা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সামছুল কবির মাস্টারসহ উপজেলা/ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।সম্মেলনের প্রথম অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কামাল উদ্দিন আহাম্মেদ, হাজী আফছারদ্দিন ভুইয়া, সামছুল কবির মাস্টার, হাজি বাচ্চু শেখ, মোঃ সোহেল ও বাপ্পি। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনিছ উজ্জামাল বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনার আলোকে গঠনতন্ত্র মোতাবেন কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে, যারা সন্ত্রাস, মাদক, দুর্নীতির, চাদাবাজি, টেন্ডারবাজীতে জড়িত তাদের কমিটিতে স্থান হবে না।তাহাছাড়া যারা নতুন সদস্য হয়েছেন, যাদের সদস্য পদের মেয়াদ এক বছরপুন্ন হয়নি তাঁরাও কমিটিতে স্থান পাবে না। আওয়ামী লীগের ত্যাগী পরিক্ষিত নেতা কর্মীদের নিয়ে অগ্রাধিকার ভিক্তিতে কমিটি গঠন করা হবে।ইতিপূর্বে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার হয়েছেন তারাও কমিটিতে জায়গা পাবে না। আমি কাউন্সিলারবৃন্দকে অনুরোধ করব, আপনারা একটি স্বচ্ছ ও গঠনমূলক কমিটি উপহার দিবেন।
কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতভাবে সভাপতি পদে হাজি মোঃ মোশারফ মোল্লা ও সাধারন সম্পাদক পদে হাকিম বেপারীকে নির্বাচিত করা হয়।ইতিপূর্বেও তারা একই পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন।