শরমিতা লায়লা প্রমিঃ আজকের এই দিনে, তুমি এসেছিলে এই ভুবনে, আনন্দ বহে ছিল মুন্সী পরিবারে, ছিলে তোমরা তিনটি ভাই, ফুটেছিলে একই গাছের তিন বৃন্তে, জড়ে গেল দুইটি ফুল, আছ তুমি এখনো ডালে, ছড়াচ্ছ সৌরভ সকলের তরে, তুমি আমাদের প্রিয় বন্ধু সালাউদ্দিন মুন্সি, তোমার জম্মদিনে তোমায় হাজারো সালাম, বেঁচে থাক শত বছর এই মোদের আরশিবাদ, এইভাবেই সালাউদ্দিন মুন্সির বন্ধু মহল কামাল উদ্দিন,সালাউদ্দিন শফিউদ্দিন, আর মাখনরা বন্ধুকে জম্ম দিনের শুভেচ্ছা জানান।
Exif_JPEG_420
মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামের ঐতিয্যবাহী মুন্সী পরিবারে সালাউদ্দিন মুন্সির জম্ম, তার পিতার নাম মরহুম সিরাজ উদ্দিন মুন্সী, এক ছেলে জিকু আর মেয়ে তন্নি তার খুবই আদরের সন্তান, স্ত্রীকে খুবই ভালোবাসেন, স্বামী – স্ত্রী দুই জনই ছেলে মেয়ে নাত নাতনী নিয়ে পরম সুখে জীবন যাপন করছেন। আজ তার ৬৭তম জম্মদিন, নাত- নাতনীদের আবদারে সম্পুন্ন ঘরোয়া পরিবেশে শুধু মাত্র একান্ত কাছের বন্ধুদের নিয়ে জম্মদিন পালন করেন,
Exif_JPEG_420
যেহেতু মুন্সী পরিবারে তার জম্ম তাই শুধু দোয়া মাহফিল আর ভুঁড়ি ভোজের মাধ্যমে জম্মদিন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হয়। সালাউদ্দিন মুন্সী একজন ভাল ক্রিকেট খেলোয়াড় ছিলেন, ফুটবল ও ভাল খেলতেন, তিনি ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারন করেন, বর্তমানে তিনি মিরকাদিম পৌর আওয়ামী লিগের সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন।