শরমিতা লায়লা প্রমিঃ শুক্রবার , ১৮ অক্টোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।হাতে থাকা রোমালে চোখ মুছে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, মাঝে মাঝে মনে হয় আজ ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? বলতে বলতে কান্না জড়িত কণ্ঠ থেমে যায় প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগঘন হয়ে পরেন।
তিনি আরও বলেন, রাসেল যখন বাসায় আব্বা আব্বা কোথায় বলে ডাকতো, তখন মা বলতো, আমিই তোমার আব্বা। আমাকেই আব্বা ডাকো। সেই জন্য সে জেলখানায় গিয়ে আব্বাকেও আব্বা বলে ডাকতো, আম্মাকেও আব্বা বলে ডাকতো।পাষণ্ড খুনিরা শিশু রাসেলকেও নির্মম ভাবে হত্যা করছে, আমি বড় বোন হিসাবে রাসেলকে কোলে পিঠে করে লালন করেছি। তাই ছোট ভাইয়ের এই নির্মম মৃত্যু একজন বোনের কাছে কত কষ্টকর তা আমদের দুই বোনের চেয়ে বেশী কেন জানে না। আমি চাই আর কোন শিশুকে যেন এই নির্মম হত্যার শিকার হতে না হয়।