শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের- শুভেচ্ছা অভিনন্দন
সম্পাদক, চেতনায় একাত্তরঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের ২য় কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকল কাউন্সিলারদের সম্মিলিত সিদ্ধান্তে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সাধারন সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ লুতফর রহমান মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন মহান আল্লাহ্ তায়ালা কাছে প্রার্থনা করেন, আল্লাহ্ তায়ালা যেন আমাদের প্রিয় নেত্রী ও নেতাকে সুস্থতা এবং দীর্ঘজীবন দান করেন। তাছাড়া শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের সুস্থতা ও সফলতা কামনা করে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ। এখানে উল্লেখ্য যে ২১শে ডিসেম্বর-২০১৯ , ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নির্বাচিত করা হয়।