শ্রীনগর,সিরাজদিখান,টঙ্গিবাড়ি, গজারিয়া ওয়ার্ড/ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম সমাধানে মনিটরিং কমিটির সভা
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ অধীন বিভিন্ন ওয়ার্ড/ ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম এবং যথাযথ সময় সম্মেলন করতে না পারায় এই বিষয় সমস্যা সমাধানের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লিগের মনিটরিং টিম আজ ২৪.১০.২০১৯ বৃহস্পতিবার সভা করেন।
মনিটরিং টিমের প্রধান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুতফর রহমানের সভাপতিত্বে নিজ বাসভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকেন মনিটরিং কমিটির সদস্য অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড. আবুল কাসেম, কামাল উদ্দিন আহাম্মেদ।
সভায় বিভিন্ন উপজেলাসমুহের নিম্ম লিখিত ইউনিয়নসমূহ ভিজিট এর সময় চুরান্ত করা হয়ঃ – ০৩/১১/২০১৯ টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া কাঠাদিয়া ও আব্দুল্লাপুর ইউনিয়ন সময় বিকাল ৩.০০ টা, উপজেলা পরিসদ ভবন।
৩১.১০.২০১৯ সিরাজদিখান উপজেলা, ডাকবাংলা ভবন ।
শ্রীনগর উপজেলা সভাপতির বাসভবন ( ঢাকা) তারিখঃ ২৬/১০/২০১৯ রাড়িখাল, ২৭.১০.২০১৯ ভাগ্যকোল, ২৮.১০.২০১৯ হাঁসারা, ২৯.১০.২০১৯ কোলাপাড়া, সময়ঃ দুপুর ১২.০০ টা ।
গজারিয়া উপজেলা, তারিখঃ ৬.১০.২০১৯ ভবের চর, ৭.১০.২০১৯ গুয়াগাছিয়া, ১১.১০.২০১৯ গজারিয়া, সময়ঃ বিকাল ৩.০০টা